আন্তর্জাতিক ডেস্ক :
তিউনিসিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী দুটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ৫৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও, মৃত্যু হয়েছে চারজনের। আর এখনও নিখোঁজ রয়েছে ২৩ জন।
আজ রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উত্তর আফ্রিকার অভিবাসীদের নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকা দুটি তিউনিসিয়ার উপকূলে ডুবে যায়।
তিউনিসিয়ার স্ফাকস শহরের আদালতের মুখপাত্র ফাউজি মাসমৌদি শনিবার এএফপিকে বলেন, ‘আজ সকালে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৬ জনকে। নিখোঁজ রয়েছে তিনজন।’
তিনি জানান, এর আগে শুক্রবার বিকেলে ৩৭ জন যাত্রী নিয়ে আরেকটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় ১৭ জনকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জন নিখোঁজ রয়েছে।
নৌকাডুবির এই দুই ঘটনাতেই তদন্ত শুরু হয়েছে বলেও জানান মাসমৌদি।