
তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালা হাসপাতালের সাবেক প্রধান সহকারি মোঃ আফছার আলী মোড়ল (৮০) স্টোকে আক্রান্ত হয়ে তালা হাসপাতালে চিকিৎসা কালে মৃত্যু বরন করেন। দাফন সম্পন্ন।
গতকাল ৫ নভেম্বর বুধবার রাত্র দুইটা পঞ্চাশ মিনিটে তালা সদরের স্থায়ী বাসিন্দা তালা হাসপাতালের প্রাক্তন প্রধান সহকারি আফছার আলী মোড়ল তালা হাসপাতালে চিকিৎসা কালে মৃত্যু বরন করেন। ৬ নভেম্বর বৃহষ্পতিবার সকাল দশটায় তালায় প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জালালপুর গ্রামের বাড়িতে সকাল ১১ টায় দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি তালা হাসপাতাল, পাইকগাছা হাসপাতালের প্রধান সহকারির দায়িত্ব পালন করেন।
জালালপুর গ্রামের বাড়িতে জানাযা নামাজে অংশ গ্রহন করেন জালালপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এম মফিদুল হক লিটু,জাতীয় পার্টি তালা উপজেলা সভাপতি, তালা সদরের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাব সভাপতি এস.এম নজরুল ইসলাম, জামায়েত নেতা সহযোগী অধ্যাপক মুহাঃ খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক শিক্ষক হাসিবুর রহমানসহ-এলাকার শতশত মানুষ জানাযা নামাজে অংশ গ্রহন করেন। জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত জানাযা নামাজে ঈমামতি করেন মাওলানা মুহাঃ ঈদ্রিস আলী শেখ।

