
আকবর হোসেন, তালা: তালা হাসপাতলের টিএইচএ ডাক্তার রাজীব সরদারসহ ৬জনের কৱোনা পজেটিভ শণাক্ত হয়েছে। তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফারহা ফেরদৌস জানান, তালায় আজ রবিবার ৬জন ব্যক্তির করোনা পজেটিভ শণাক্ত হয়েছে। তালা হাসপাতালের টিএইচএ ডাক্তার রাজীব সরদার (৩৬), তালা হাসপাতলের প্রধান সহকারী হাফিজুর রহমান (৫৮), তালা উপজেলা প্রোকৌশলী আব্দুল মজিদ মোল্লা (৫৮), তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামের মাজেদুর রহমান (৪৭) এবং দেলোয়ার হোসেন (৪৭) করোণা শণাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়িসহ আশেপাশের ঘরবাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুন শুক্রবার তালার বজলুর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা যান।