
বিশেষ প্রতিবেদক, তালা: তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা কলেজ মোড় এ,আই,সি,সি কার্যালয়ে তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। বক্তব্য রাখেন জাতীয় সৈনিক পার্টির তালা উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম খাঁ, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা সাধারন সম্পাদক মো. ইউনুস আলী সরদার, জাতীয় যুব সংহতির সদর ইউনিয়ন সভাপতি মো. লিটন হুসাইন, সদর ওয়ার্ড সভাপতি মো. বাহারুল ইসলাম, মো. শহিদুল ইসলাম গাজী, ওয়ার্ড সভাপতি মো. আনছার আলী সরদার, সম্পাদক মো. রহমত আলী গোলদার, মো. রমজান আলী শেখ, পার্থ প্রতীম মন্ডল, জাপার উপজেলা কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ শেখ, মো. রুহুল আমিন মোল্যা, মো. লিয়াকত আলী খাঁ, শ্রমিক পার্টির নেতা মো. আরশাফ হোসেন খান, মো. আক্তার হোসেন খান প্রমুখ। সভায় তালা সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কমিটি পুন: গঠন ও ভোট সেন্টার কমিটি প্রতিটি কেন্দ্রে এজন্ট এর নামের তালিকা প্রনয়ণসহ ১লা নভেম্বর বুধবার বিকাল তিনটায় মাঝিয়াড়া বাজার চত্বরে তালা সদর উনিয়নের ৭নং ওয়ার্ড শিবপুর, মাঝিয়াড়া, খড়েরডাংগা কিসমতঘোনা, শাহাপুর গ্রামের সমন্নয়ে উক্ত ওয়ার্ডের কর্মি সভার সিদ্ধান্তসহ ইউনিয়ন ওয়ার্কিং কমিটি গঠন করা হয় এবং আগত এমপি নির্বাচনে সৈয়দ দিদার বখত্ ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলামকে বিজয়ী করতে তালা সদর ইউনিয়ন কমিটির পক্ষ থেকে সাংগঠনকে গতিশীল করতে উর্লেখিত সিদ্ধান্ত গ্রহন করা হয়।