
মোঃ আকবর হোসেন, তালা: তালায় সোমবার(২৭ জানুয়ারী) তালা শহীদ আলী আহম্মদ বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল মাঠ প্রঙ্গনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২০ উপলক্ষ্যে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে নাচ,গান,কবিতা আবৃত্তি,কৌতুক,অভিনয়সহ বিভিন্ন ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী শিক্ষক বদরুজ্জামানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমএ ফয়সাল,সহকারী প্রধান শিক্ষক এবিএম ছাইফুদ্দীন ইয়াহিয়া,সহকারী শিক্ষক মুমতাহিনা মুক্তি, নবকৃঞ্চ মন্ডল, সাদিকবিন রিয়াদ,গওছুল কবীর,রেজাউল ইসলামসহ সকল শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত বৃহ¯পতিবার(২৩ জানুয়ারী) অত্যান্ত আড়ম্বর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছিল।
তালায় সহানুভুতি সংগঠনের বর্ধিতসভা অনুষ্ঠিত
মোঃ আকবর হোসেন,তালা: তালায় ২১ ফেব্রুয়ারিকে সামনে রেখে সহানুভুতি সংগঠনের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
সহানুভূতি সংগঠনের আহবায়ক আঃ আলীমের সভাপতিত্বে এবং নাসির উদ্দিনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক মোঃ আবুল কাশেম.সাংবাদিক বিএম বাবলুর রহমান, সাংবাদিক আফজাল হোসেন, মাইকেল সরকার,মোঃ মুকুল হোসেন প্রমুখ। বর্ধিত সভায় আগামী ২১ ফেব্রুয়ারীকে সামনে রেখে ফ্রি মেডিকেল ক্যাম্প, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপক্রম বিতরনসহ বিভিন্ন কার্যক্রমর উপর আলোকপাত করা হয়।