
কিশোর কুমার : সড়ক দূর্ঘটনা রোধে ও অনুমোদনহীন ইজিবাইক, নসিমন, করিমন, ট্রলি, মটরভ্যান নিয়ন্ত্রণে কঠোর আইন প্রনয়ণ ও প্রয়োজনীয় স্থানগুলোতে গতিরোধক স্থাপনের জন্য তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন কে স্মারকলিপি প্রদান করেন উপজেলার সেচ্ছাসেবী সংগঠন শ্রীমন্তকাটি ছাত্র কল্যাণ পরিষদ।
সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন কে সাথে নিয়ে সংগঠনটির সদস্যরা বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি হস্তন্তর করেন । এমন ধরনের দূর্ঘটানা এড়াতে প্রয়োজনীয় ব্যাবস্থার গ্রহনের দাবিও জানানো হয়।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি সাতক্ষীরার তালা উপজেলার শালিখা কলেজ- তালা গামী ইজিবাইকের ধাক্কায় শ্রীমন্তকাটি দক্ষিনপাড়া জামে মসজিদ সংলগ্ন সড়ক দূর্ঘটনায় সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেনীর ছাত্রী ও খেশরা ইউনিয়নের তেঘরিয়া গ্রামের শংকর পালের মেয়ে মোহনা পাল স্বরস্বতী (০৭) নিহত হয়।
স্মারকলিপিতে আরো উল্লেখ করেন, তালা থেকে শালিখা কলেজ এর মধ্যেকার সড়কের পাশে একটি কলেজ, তিনটি মাধ্যমিক বিদ্যালয়, ছয়টি প্রাথমিক বিদ্যালয় ও একটি কিন্ডারগার্ডেনে অধ্যায়ন রতো হাজার হাজার শিক্ষার্থী এ সড়ক দিয়ে যাতায়ত করে। সড়কের দু পাশে অবৈধ স্থাপনা, ব্যাবসায়ীদের ও ‘স’ মিলের কাঠ স্থুপ করে রাখাই দূর্ঘটনার মুল কারন।
ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি দেবাশীষ দাশ ও সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম স্বাক্ষরিত এই স্মারকলিপিটি তারা দুপুরে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এর হাতে তুলে দেন। এময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা প্রভাষক এস আর আওয়াল,ব্লাড ব্যাংকের পরিচালক মিন্টু সহ ছাত্রকল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ।