
কিশোর কুমার : তালার ইসলামকাটী অতিরিক্ত সাব রেজিস্ট্রার মোঃ সাইদুর রহমানের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারী) ইসলামকাটী সাব রেজিস্ট্রারের কার্যালয়ে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ইসলামকাটি দলিল লেখক সমিতির সভাপতি খাঁন আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী সাব রেজিষ্টার সাইদুর রহমান। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন
দলীল লেখক সমিতির সহ সভাপতি শেখ আব্দুল আজিজ, সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান (মনি), দলিল লেখক সৈয়দ মকবুল হোসেন প্রমূথ। এসময় সদ্য বিদায়ী অফিসারকে দলীল লেখক সমিতির পক্ষ থেকে বিভিন্ন রকম উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রায়হান হোসেন সহ অফিসের সকল কর্মকতা, কর্মচারী ও দলীল লেখক সমিতির সকল সদস্যবৃন্দ । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দলীল লেখক সমিতির সাধারন সম্পাদক মনিরুজ্জামান (মনি) ।