
মোঃ আকবর হোসেন, তালা: তালায় মঙ্গলবার(২৮ জানুয়ারী) উপজেলা পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে মানব পাচার,জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং উগ্র সহিংসতার শিকার ব্যক্তির আইনগত অধিকার বিষয়ক সংবেদনশীলতা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে সাতক্ষীরা আইন সহায়তা কমিটি এবং উইমেন জব ক্রিয়েশন সেন্টার যৌথ আয়োজনে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়নে এবং ইউএসএআইডির প্রমোটিং পিস এন্ড জ্যস্টিস(পিপিজে)এ্যকটিভিটি অর্থায়নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, মাগুরা চেয়ারম্যান গনেষ দেবনাথ, ইউএসএআইডির প্রমোটিং পিস এন্ড জ্যস্টিস(পিপিজে)এর সাতক্ষীরা প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইউনুছ আলী, তালা প্রোগ্রাম ম্যানেজার হাসি রানী কুন্ডুসহ উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য এবং ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।