
মোঃ আকবর হোসেন,তালা: তালা উপজেলা বিএনপির প্রতিষ্ঠা কালীন অন্যতম সদস্য ও খলিলনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি পাড় হাবিবুল্লাহ বাহার (৭০) বার্ধক্য জনিত কারণে বুধবার রাতে উপজেলার মাছিয়াড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তার মৃত্যুর খবর পেয়ে দেখতে আসেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। পরে তার যানাজায় অংশ নিয়ে বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিারের প্রতি সমবেদনা জানান।
এ সময় তার নামাযে যানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, কলারোয়া উপজেলা যুবদলের সভাপতি বাচ্চু, তালা উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মির্জা আতিয়ার রহমান, খলিলনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসেন, ছাত্রদল নেতা হাফিজুর রহমান হাফিজ, রিজভী আহম্মেদ, জিএম ফারুক, ইয়াছিন হোসেন, শেখ মনিরুল ইসলাম, আজমল হোসেন জুয়েল, আসাদুজ্জামান রাজু, সালমান আব্রাহাম রাসেল, রানা প্রমুখ।