
বিশেষ প্রতিবেদক,তালা:
আসন্ন ইরি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে নতুন সম্ভাবনার করতে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে।রবিবার (০৮নভেম্বর) সকালে সাতক্ষীরার তালা উপজেলা শিল্পকলা হলরুমে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষি স¤প্রাসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নুরুল ইসলাম।
তালা উপজেলা কৃষি অফিসের এসওপিপি আবু জাফরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি স¤প্রাসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জসিম উদ্দীন, তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন। বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড কোম্পানীর টেরোটরি ইনচার্জ সুব্রত কুমার রায়, ফিল্ড এসোসিয়েট মোঃ হাবিবুর রহমান, সিসিএস সুজিত সাহাসহ তালা উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ও কৃষকরা উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড কোম্পানীর আয়োজনে ৩৩৩ জন কৃষকের মাঝে এ ধান বীজ বিরতন করা হয় ।