
আকবর হোসেন,তালা: তালায় পূর্ব শত্রুতার জেরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা করে দেশীও অস্ত্র দিয়ে প্রবীন আওয়ামীলীগের কর্মী ইছাক আলী মোড়ল (৭০)গংকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ইছাক গংরা বর্তমানে তালা হাসপাতালে ভর্তি আছে। থানায় অভিযোগ দিয়েও কোন সমাধান না পেয়ে প্রতিকারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা।
ঘটনার বিবরনে, থানায় লিখিত অভিযোগ ও ইছাক মোড়লের পুত্র আব্দুল্লাহ আল-মামুন বলেন, আমার পিতার দখলীয় পৈত্রিক সম্পর্তিতে প্রতিবেশী লতিফ মোড়ল(৬১),আতিয়ার মোড়ল(৪৫) রহিম মোড়ল(৪৬) উভয় পিতাঃ মৃত শওকত মোড়ল, নয়ন মোড়ল(৩০)পিতা লতিফ মোড়ল,সোহেল মোড়ল(২৭) পিতাঃ শওকত মোড়ল, সোলাইমান মোড়ল(২৫) পিতাঃ ,মতিয়ার মোড়ল উভয় সাং তেতুলিয়া, থানা তালা-জেলা সাতক্ষীরা। উভয়ে গত ০৭ জুন জোর পূর্বক আমার পিতার পৈত্রিক সম্পতি দখল করার চেষ্টা করে। বাঁধা দিলে আমার পিতা ইছাক মোড়লকে লতিফ মোড়ল ও তার ছেলেরা বেধকড় মারপিট করে এবং দেশীয় অস্ত্র দা দিয়ে কোপ মারে এতে পিতার আংগুল মারাত্তক জখম হয়। এছাড়া আমার মা জোহরা বেগম(৬৫)সহ ছোট বোনকে বেধকড় মারপিট করে ২জনের গলার লক্ষার্ধিক টাকার চেইন ছিড়ে নিয়ে স্লীতাহানির চেষ্টা করে। এ বিষয়ে আমরা লিখিতভাবে থানায় অভিযোগ দিলেও কোন পদক্ষেপ নিচ্ছেনা কর্তৃপক্ষ। বিচারের আশায় দুয়ারে দুয়ারে ঘুরছি।
আব্দুল্লাহ আল-মামুন আরও বলেন, তারা প্রতি নিয়ত আমাদের বাড়ীতে ঢুকে গায়ের জোরে বাড়ী হতে বের করে দেয়ার চেষ্টা করে। এর আগেও তালা থানায় অভিযোগ দিলেও কোন সুরাহা হয়নি। স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করলেও তারা সে শালিস মানেনী। সেই জন্য তাদের হাত হতে রক্ষা পাওয়ার জন্য পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তকরে ব্যবস্থা গ্রহন করা হবে।