নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা জেলা তালা উপজেলায় পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে রোজ সোমবার বেলা ১১.৪৫মিনিটে মাসিক সভা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা -কর্মচারীদের বিদায় অনুষ্ঠান সংঘটিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম। তিনি প্রথম অধিবেশনে বলেন আপনাদের রেজিস্ট্রার আপডেট করে আপনারা এই রেজিস্ট্রারের কাজ শুরু করে দেন এবং আরো বলেন আগামীকাল মঙ্গলবার কোভিট -১৯ এর গন টিকা কার্যক্রম চলবে। আপনাদের যার যেখানে যে দ্বায়িত্ব সে সেখানে কঠোর ভাবে সেই দ্বায়িত্ব পালন করবেন। এছাড়াও কর্মীদের সাথে কিছু দিক নির্দেশনা ম‚লক কথা বলে দ্বিতীয় অধিবেশন শুরু করেন।
দ্বিতীয় অধিবেশনে সকল বিদায়ী কর্মকর্তা -কর্মচারীদের ফুলের তোড়া ও সম্মাননা প্রদান করা হয়। ফুলের তোড়া গুলো এখানকার কর্মরত কর্মকর্তা -কর্মচারীবৃন্দদের দিয়ে প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন জেলা পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ও আজকের প্রধান অতিথি জনাব রওশন আরা জামান।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃআবুল বাসার। অবসরপ্রাপ্ত কর্মকর্তা -কর্মচারীরা হলেন জনাব বিধান চন্দ্র দাশ।তিনি এস,এসি এমও পদে কর্মরত ছিলেন। জনাব স্বরজিত কুমার রায়,তিনিও একই পদে কর্মরত ছিলেন। সুজাতা রানী ঘোষ পরিবার কল্যান সহকারী হিসাবে খুবই সুনামের সহিত কর্মরত ছিলেন। এছাড়া রাবেয়া খাতুন, অঞ্জনা রানী দাশ,রেবেকা সুলতানা, গুলশান আরা পরিবার কল্যান সহকারী হিসাবে কর্মরত ছিলেন। নাছিম আরা, আনোয়ারা খাতুন, সুফিয়া খানম পরিবার কল্যান পরিদর্শিকা হিসাবে কর্মরত ছিলেন। অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন জনাব মীর নজরুল ইসলাম। এই অনুষ্ঠানে সকলে এক সাথে হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। যেন এক হৃদয় বিদারক পরিস্থিতি। বিভিন্ন কর্মকর্তা -কর্মচারী বলেন আপনাদের বা আমাদের অবসরের পর যার যে ধর্ম সে সেই ধর্ম কর্ম নিয়ে শেষ বয়স টুকু পার করবেন।