তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় নিহত একটি পরিবারে কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন তালা উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। মঙ্গলবার (০৫ মে) দুপুওে এ উপহার পৌছে দেয়া হয়।
উপজেলার দোহার গ্রামে জালালপুর ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক নিহত এস.এম বিপ্লব কবীর’র মা হাতে ঈদ উপহার নগদ অর্থ তুলে দেন উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, বিএনপি নেতা সোহরাব ইসলাম,আরশাফুল ইসলাম প্রমূখ। এ সময় মোবাইল ফোনে শোকাহত পরিবারকে সমাবেদনা জানান সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।