
তালা প্রতিনিধি: বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাত্রে তালা মহল্লা পাড়া এলাকায় ৩টি দোকান ঘরের টিন কেটে দূসাহসিক চুরি হয়েছে। চুরির দায়ে এক জনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটক ব্যক্তি হলেন তালা বারুইহাটি গ্রামের আব্দুল আলিম মোড়লের পুত্র ইসরাফিল রহমান রুবায়েত(১৫) । এছাড়া পালিয়ে গেছে তালা আটারই গ্রামের আলিমুর। ঘটনার বিবরনে, প্রত্যক্ষদর্শি উপজেলা শ্রমীকলীগের সাধারন সম্পাদক শফিউর রহমান ডানলব জানান, আমি ৩ অক্টোবর দিবাগত রাত্রে দেড়টার দিকে তালা মাঝিয়াড়া শশুরবাড়ী হতে বাড়ীতে আসি। তালা মহল্লা পাড়ায় মেইন রোর্ডের পাশে আমার বাড়ী। বাড়ীতে ঢোকার সময় আশরাফের পোল্ট্রি ফিডের দোকানের ভিতরে আলো দেখতে পাই। আমার সন্দেহ হয়। এতরাতে দোকানে কে আছে এমন কথা শুনে ঘরের উপর দিয়ে চোর পালাতে চেষ্টা করে। পালানোর সময় মহল্লা পাড়ায় জলিল কাজির বাড়ীর সামনে ধান বনে পড়ে যায়। চোর চোর বলে চিৎকারে মৃত জলিল কাজির পুত্র স্বপন কাজি ও তার স্ত্রী সহ কয়েকজন তাকে ঝাপটে ধরে। পরে তাকে তালা থানায় সোপর্দ করা হয়। সে প্রথমে কাজী ইকবালের সাইকেলের দোকান, পরে আশরাফ আলীর দোকান সহপাশাপাশি ৩টি দোকানের টিনের চাল কেটে ভিতরে থাকা টেবিলের ট্রয়ার ভেংগে টাকা নিয়ে যায়। সিসি টিভি মনে করে কম্পিউটার ভেংগে ফেলে। আশরাফের দোকানে থাকা সিসি টিভি ফুটেজে সব কিছু রক্ষিত আছে। থানা হাজতে থাকা চোর রুবায়েত নিজেই চুরির কথা স্বীকার করেছে। এ বিষয়ে তালা থানা অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল সত্যতা স্বীকার করে বলেন, চোরকে জেল হাজাতে প্রেরন করা হয়েছে। বাকী আসামী ধরার চেষ্টা চলছে।