
আকবর হোসেন,তালা: তালায় ১৯ আগষ্ট সোমবার সকালে শিল্পকলা একাডেমীর হলরুমে দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। দলীত এর প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাস এর সভাপতিত্বে, মিশন বামবিনী ফাউন্ডেশন ইতালী এর অর্থায়নে ও সহযোগীতায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলীত এর প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাস । দলিত খুলনার আয়োজনে স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমী সুপারভাইজার প্রভাস কুমার দাশ। এছাড়া প্রোগ্রাম অর্গাইনাইজার নেপাল চন্দ্র দাস, তালা সদর প্রেসক্লাবের সেক্রেটারী সাংবাদিক আকবর হোসেন, রিপোটার্স ক্লাবের সেক্রেটারী বিএম জুলফিকার রায়হানসহ ১২টি দলিত স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্যসহ মোট ৪০জন উপস্থিত ছিলেন। সভায় স্কুল পরিচালনার জন্য মা সমাবেশ, অভিভাবক সমাবেশসহ বিস্তারিত আলোচনা করা হয়।