
বিশেষ প্রতিবেদক, তালা:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংগ্রহ করা করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৪ জন ব্যক্তির রিপোর্ট পজেটিভ এসেছে। শনিবার (২৫ জুলাই) তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র থেকে এই তথ্য জানা গেছে।
জানাগেছে,তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো নমুনা পরীক্ষা শেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে শনিবার রিপোর্ট প্রকাশ করা হয়।
করোনা(কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা হলেন,তালার আবুল হোসেন(৪১),দিবাওন বিশ্বাস(২৭),জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের অসিম কুমার দত্ত(৫৬),খলিলনগর ইউনিয়নের গোনালী গ্রামের শহিদুল ইসলাম(৬৪) সহ এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮০ জন। এর মধ্য পুরুষ ৬২জন ও মহিলা ১৮ জন এবং মৃত্যু বরণ করেছেন ১ জন ।
এদিকে করোনা উপসর্গ নিয়ে মহিউদ্দীন গাজী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে সদর ইউনিয়নের বারুইহাটী গ্রামের মৃত:সরফুদ্দীন গাজীর ছেলে। শনিবার (২৫ জুলাই) বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ২৬ জুন তার আপন ভাই বজলুর রহমান গাজী (৪৮) করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই মারা যান।