নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা বাজারে শনিবার গভীর রাতে ১৪টি দোকানে দূঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোর চক্রের সদস্যরা ওইসব দোকানের জিনিসপত্র তছনছসহ নগদ টাকাসহ কোটি টাকার মালামাল নিয়ে গেছে।
শালিখা বাজারের ঔষদের দোকানদার এসআর আওয়াল জানান, তাদের বাজারে নামমাত্র বাজার কমিটি থাকলেও নেই কোন কার্যক্রম। নেই কোন পাহারাদারও। এমতাবস্থায় শনিবার গভীর রাতে তার দোকানসহ ওই বাজারের সভাপতি সাজ্জাত হোসেনের সার ও কীটনাশক দোকান,আবু হাসানের ইলেকট্রনিক্সের দোকান, মনিরুলের মুদি দোকান, আরিফুল ইসলামের খোকন ভ্যারাইটি স্টোর্স,জহুরুল ইসলামের মনোহরি দোকান, লিটনের চায়ের দোকান, আলিমউদ্দিন গাজীর কম্পিউটরের দোকানসহ মোট ১৪টি দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মালামালসহ কোটি টাকার জিনিসপত্র নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। এ সময় চোর চক্রের সদস্যরা ক্যাশ বাক্স ও আলমারি ভাঙচুরসহ মালপত্র তছনছ করে।
এ ব্যাপারে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানানন, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চেষ্টা চলছে চোরচক্রের সদস্যদের গ্রেপ্তারও মালামাল উদ্ধারের।