
আকবর হোসেন,তালা: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা বালিয়া ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক কর্মকর্তার সাথে আতাত করে ইউপি মেম্বর আলাউদ্দিন কর্তৃক ৪০ দিনের কর্মসূচীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনার বিবরনে জানা যায়, খেশরাবালিয়াএশিয়া এজেন্ট ব্যাংক ৪০ দিনের কর্মসূচীর টাকা উপকারভোগীদের কাছে না দিয়ে জনপ্রতিনিধিদের সাথে আতাত করে ইউপি মেম্বরদের নিকট হস্তাস্তর করেন। উক্ত টাকা খেশরা শাহাপুরের ৩নং ওয়ার্ড ইউপি মেম্বর আলাউদ্দিন নিজের বাড়ীতে উপকারভোগীদের ডেকে নিয়ে ৮ হাজার টাকার পরিবর্তে প্রকারভেদে তিন হাজার ৮শত টাকা, চার হাজার, পাঁচ হাজার টাকা করে বিতরন করেন। উপকারভোগীরা টাকা কম হওয়ায় প্রশাসন সহস াংবাদিকদের স্মরনাপন্ন হয়। টাকা কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শাহাপুরের নাজিম উদ্দিন খা, তিনি পেয়েছেন ৩হাজার ৮শত টাকা, আব্দুল গনি পেয়েছেন ৫ হাজার, রবিউল গাজী পেয়েছেন ৪ হাজার ১শত টাকা, মোকছেদ গাজী পেয়েছেন ৪ হাজার ৪ শত টাকা, মহানন্দ মন্ডল পেয়েছেন ৫হাজার ৬শত টাকা। এভাবে ২৪ জনের নিকট হতে টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপকারভোগীরা তাদের প্রাপ্য টাকা ফেরৎ সহ দোষিদের বিরুদ্ধে কঠিন শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে ইউপি মেম্বর আলাউদ্দিন বলেন, আমি টাকা আত্মসাৎ করিনি, উপকার ভোগীদের টাকা ব্যাংক হতে নিজে কেন উঠিয়ে বাড়ীতে বসে বিতরন করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চেয়ারম্যান সাহেব সব জানেন।
এ বিষয়ে ব্যাংক এশিয়া ম্যানেজার আরিফুল ইসলাম বলেন, মেম্বর এর কাছে টাকা দেয়া হয়েছে। উপকারভোগীদের কাছে টাকা না দিয়ে কেন মেম্বরদের নিকট দিলেন, এর সঠিক জবাব না দিয়ে তিনি বলেন, এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার আমাদের ডেকেছিলেন, আমাদের ২ দিনের সময় দিয়েছেন। আমরা ২ দিনের মধ্যে রির্পোট জমা দেব।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু বলেন, বিষয়টি আমি জানি, উপজেলা নির্বাহী অফিসার ১দিনের সময় দিয়েছেন। তাছাড়া মেম্বররা বিপদে পড়লে চেয়ারম্যানদের দোষ দেয় এটা স্বাভাবিক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা গ্রহন করা হবে।