তালার সন্ত্রাসী মশিয়ার এখন বেপরোয়া
আলোচিত লুৎফর নিকারী হত্যা মামলার প্রধান আসামী সে;
হাবিবুর রহমান: তালায় চাঞ্চল্যকর লুৎফর নিকারী হত্যা মামলার প্রধান আসামী তৎকালীন শিবির নেতা হতে হঠাৎ করে বনে যাওয়া কথিত আওয়ামী লীগ নেতা সরদার মশিয়ায় এখন বিরোধী জমি জবর দখল করা সহ নানান অপকর্ম করে জড়িত হয়ে পড়েছেন। আর তার এই কাজে হাইব্রিড আওয়ামী লীগের পাতিনেতা, চরমপন্থী বাহিনীর সদস্য, সরকারী কর্মচারীদের সমন্বয়ে গঠিত ভূমিদস্যু,দখলবাজ ও চাঁদাবাজদের কজ¦ায় আতঙ্কিত হয়ে উঠেছে উপজেলা।
পূর্ববর্তী পোস্ট