
তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালার প্রবীণ ক্রীড়া সংগঠক, সমাজ সেবক,শিানুরাগী কাজী আমিনুল হক আফরা(৭৩) আর নেই (ইন্না লিল্লাহী…… ওয়া ইন্না ইলাহী রাজিউন) । তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধকজনিত সহ বিভিন্ন রোগে ভূগছিলেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে ঘটনাস্থলেই মৃত্য বরন করেন । মৃত্যুর সময় তিনি ৪ মেয়ে,১ স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বিশিষ্ট প্রখ্যাাত কাজী পরিবারের মরহুম কাজী শামছুল হক এর ছেলে ছিলেন । তিনি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক,ক্রীড়া সংগঠক ও সমাজ সেবক ছিলেন। তালা কপোতা ফ্রেন্ডস কাবের প্রতিষ্ঠাতা সভাপতি,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য,তালা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক,তালা কাবের সাবেক সভাপতি,মেলা বাজার শাহী জামে মসজিদের সভাপতি ছিলেন ।সোমবার আছরবাদ তাঁর নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে ।এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তালা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক,ক্রীড়া সংগঠক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ।