
শেখ ইমরান হোসেন, তালা থেকে:
তালার খলিলনগরের দক্ষীণ নলতায় সাজ্জাত সরদারের বাড়ীর বেড়ায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৬/০১/২২) আনুমানিক রাত ১.৩০ টার দিকে বাড়ীর বেড়ায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পোড়া গন্ধ বের হতে থাকলে রাত ২টার দিকে সাজ্জাত সরদার ও তার স্ত্রী রুবিনা বেগম ঘর থেকে বেরিয়ে বাড়ীর সুপারির পাতার বেড়ায় আগুন দেখে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে পার্শবর্তী হাসান জোয়ার্দার, হোসেন জোয়ার্দার, সোবান জোয়ার্দার, হাবিবুর জোয়ার্দার, জিয়াউর সরদার, হাসান জোয়ার্দার এর স্ত্রী সাবানা বেগম ও হোসেনের স্ত্রী রুনা সহ অনেকে আগুন নেভাতে আসে।
সাজ্জাত সরদার জানান, এর আগের বৃহস্পতিবার ও বাড়ীবেড়ার পশ্চিমদিক থেকে আগুন ধরিয়ে দিয়েছিলো। পাশেই কারেন্টের লাইন ছিলো। ৭দিন পরেই বাড়ীবেড়ার পূর্বদিক থেকে আগুন দিয়েছে। প্রতিহিংসা করেই বাড়ীবেড়ায় আগুন দিতে পারেন বলে জানান তিনি।
সাজ্জাত সরদারের স্ত্রী রুবিনা বেগম জানান, কে বা কারা আগুন দিয়েছে জানিনা তবে পূর্ব শত্রæতার জের ধরেই আগুন দিয়েছে বলে মনে করি। তবে যারাই এই কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি।