আকবর হোসেন, তালা:
সাতক্ষীরার তালায় আজ শনিবার সকালে দুলাল চন্দ্র ঘোষ (৫০) নামের এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার ধানদিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের পদ্ম ঘোষের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য বিশ্বজিৎ ঘোষ জানান, শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঝড়গাছা গ্রামে মুকুন্দ ঘোষের বেলতলা নামক স্থানে রাস্তার পাশে পুকুর পাড়ে গেলে সেখানে একটি মৃতদেহ দেখতে পাই। মৃতদেহের কান দিয়ে রক্ত পড়ছিল। মাথায় আঘাতের কারণে এমন হতে পারে বলে মনে হচ্ছিল। তবে এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হয়। তিনি আরও বলেন, প্রায় এক বছর আগে ওই একই স্থানে একই গ্রামের নটবর ঘোষের ছেলে গোপাল ঘোষের গলাকাটা লাশ পাওয়া গেছিল।
স্থানীয়রা জানান, দুলাল চন্দ্র ঘোষ ওরফে পাগলা দুলালের বড় ছেলে রমা ঘোষ দুধের ব্যবসা করেন এবং ছোট ছেলে সুজয় ঘোষ বিদেশে থাকেন। ছেলেরা বাবা ও মাকে ঠিকমত দেখাশুনা করতো না। তবে ঠিক কি কারনে মারা গেছে তার কারন জানা যায়নি।
পাটকেলঘাটা থানার ওসি তদন্ত জিল্লাল হোসেন জানান, প্রতিদিনের মত দুলাল সন্ধার দিকে বাড়ি থেকে বের হয়েছিল। তবে রাতে আর বাড়ি ফেরেনি। সকালে রাস্তার পাশে মৃত অবস্থায় তার স্বজনরা দেখতে থানায় খবর পাঠায়। ষ্টোক জনিত কারনে সে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কানে, মুখে রক্তের চিহ্ন ছিলো। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রির্পোট আসলে প্রকৃ্ত কারন জানা যাবে, এ ঘটনায় একটিত অপমৃত্য মামলার হয়েছে।