
মোঃ আকবর হোসেন,তালা: তালা খলিলনগর ইউনিয়নে শনিবার (১৫ ফেব্রুয়ারী) ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ২০১৯-২০২০ অর্থ বৎসরে উন্মুক্তভাবে বয়স্ক,বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের ভাতা ভোগী যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। ২৬৩ জনের বিপরীতে হাজারের ও বেশী কার্ড জমা পড়েছে।
খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আজিজুর রহমান রাজুর সার্বিক ব্যবস্থাপনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, সমাজসেবা অফিসার শেখ আব্দুল আওয়াল, ফিল্ড সুপারভাইজার মোঃ এনামুল হক, তালা সদর প্রেসকাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেনসহ সাংবাদিকবৃন্দ, সমাজকর্মী গাজী সুলতান আহম্মেদ, গাজী মঞ্জুরুল ইসলাম, মোঃ আসাদুল হক, ইউপি সচিব মোঃ জাহাংগীর আলম, ইউপি মেম্বর মোঃ আব্দুর রব,সিদ্দিকুর রহমান,মোকাম সরদার,মোজামশেখ,মেহেদী হাসান,বিশ্বজিত মন্ডল,প্রকাশ দালাল,গাজী লিয়াকত,বিকাশ মন্ডল, মহিলা মেম্বর মঞ্জুয়ারা বেগম,ঝরনা বেগম ও শিরিন সুলতানা প্রমুখ। উক্ত ইউনিয়নে উন্মুক্তভাবে ভাতা যাচাই বাছাই মোট ১শত১৭ জন প্রতিবন্ধী ভাতা, ৮৩ জনকে বয়স্কভাতা এবং ৬৩জনকে বিধবা ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য যে, যাচাই বাছাইকালে হাজারের ও বেশী বয়স্ক, বিধবাভাতা ও প্রতিবন্ধীভাতা গ্রহনকারী ব্যক্তির উপছে পড়া ভীড় দেখা যায়। সর্বমোট ২শত ৬৩ কার্ড পাওয়ার জন্য হাজারের উপর ব্যক্তিবর্গ তাদের আইডিকার্ড জমা দিয়েছে। অনেকে দুঃখ প্রকাশ করে বলেন, আমি গরীব মানুষ আমার কার্ড হয়ত হবে না। কেননা সংসারে অভাব না থাকলেও বয়স বেশী হওয়াতে অনেক বিধবা ও বয়স্করা তাদের আইডি কার্ড জমা দিয়েছে। অতএব কার্ড ফাইনাল যাচাই বাছাই করার সময় এলাকায় সঠিক খোজ খবর নিয়ে বয়স্ক ও বিধবা দেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন।