
বিশেষ প্রতিবেদকঃ তালার কানাইদিয়া-কপিলমুনি খেয়াঘাট জনসাধারণের নিরাপদ পারাপারের মালিকানা পরিবর্তন সহ নতুন সংস্করণে কাঠের সেতুর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কানাইদিয়া-কপিলমুনি খেয়াঘাট বাঁশ ও কাঠের সাহায্যে আগের তুলনায় মজবুত ভাবে তৈরি করার পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে শুভ উদ্বোধন ঘোষনা করেন বার বার নির্বাচিত জালালপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম.মফিদুল হক লিটু। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আনারুল ইসলাম, সাবেক ব্যাংককার শেখ আব্দুঃ রশীদ, আব্দুল ওহাব(বুধু) সহ শত শত এলাকাবাসী। উপস্থিত এলাকাবাসী জানান, দীর্ঘ দিন যাবত কানাইদিয়া হতে কপিলমুনি যাওয়ার একমাত্র কাঠের সেতুটি(ঘাট) সংস্কারের অভাবে ব্যবহারে অনুপোযোগী হয়ে পড়েছিল। এই এলাকার মানুষের উৎপাদিত কাচা ফসল সহ ভ্যান,মোটরসাইকেল চলাচল করতে কষ্টদায়ক হয়ে পড়েছিল। তাদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু ঘাটের কাঠের সেতুটি সংস্করণ করে চলাচলে উপযোগী করে দেওয়ায় সাধারণ মানুষের কষ্ট লাঘব হয়েছে। তারা ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর এমন কাজে জন্য উত্তর উত্তর সাফল্য কামনা করেছেন।