
তালা অফিস থেকে নজরুল ইসলাম: সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দূর্গোৎসব মহাষষ্ঠী জাকজমকপূর্ণ পরিবেশে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে তালা থানা ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ পুলিশ বাহিনী প্রতি মন্ডপে আনসার গ্রাম পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়েছে।
এদিকে এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ধানদিয়া,নগরঘাটা ইউনিয়ন,তেঁতুলিয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এসময় সাথে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়,সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন,নগরঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ মহব্বত আলী সরদার, সহ দলীয় নেতৃবৃন্দ। প্রতিটি ইউনিয়নে সরকারীভাবে ইউনিয়ন মনিটরিং টিম প্রতি মন্ডপে আনসার গ্রাম পুলিশ উপজেলা মনিটরিং টিম সহ রাজনৈতিক দল বিএনপির জামায়াতের পক্ষ থেকে তদারকি টিম তৈরী করা হয়েছে। উপজেলায় ১৯৩ টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
পূজা উদযাপন পরিষদের ফ্রন্ট এর সভাপতি বাবু মৃণাল কান্তি রায় ও সাধারণ নারায়ন মজুমদার জানান, এবারের দূর্গা পূজায় সরকারের পক্ষ থেকে ব্যাপক নজরদারি রয়েছে। ওসি তালা থানা মো.মাইন উদ্দীন ও পাটকেলঘাটা থানার ওসি মোঃ শাহিনুর রহমান জানান,প্রতি ইউনিয়নে দু অফিসার এর নেতৃত্বে পুলিশের টহল বাহিনী দায়িত্ব পালন করছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি টহল টিম সকল ইউনিয়নের টহল দিচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার জানান, প্রশাসনের পক্ষ থেকে সকল রকমের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ইউনিয়ন উপজেলা ভিত্তিক ও প্রতি মন্ডপে কমিটি গঠন সহ আইন শৃঙ্খলা বাহিনী কয়েক স্তরে দায়িত্ব পালন করছেন। প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মনটরিং সেল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বিসর্জন না হওয়া পর্যন্ত। এরিপোট লেখা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মহাষষ্ঠী পালিত হয়েছে।