নজরুল ইসলাম, তালা: তালায় “গণ মানুষের কন্ঠে কথা বলে ২৪ ঘন্টা” স্লোগানকে সামনে রেখে অনলাইন নিউজ পোর্টল বিবিআর নিউজ ২৪.কম (বাংলাদেশ সম্প্রচার প্রতিবেদন) এর ১ম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়েছে। বুধবার (২১জুন) সন্ধ্যায় তালা প্রেসক্লাবের কার্যালয়ে পাঠক ফোরামের আয়োজনে আলোচনা সভায় তালা প্রেসক্লাব সভাপতি ও বিবিআর নিউজ ২৪.কমের প্রধান উপদেষ্টা সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও তালা প্রেসক্লাবের সি.সহ-সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণে সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আকবর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিবিআর নিউজ ২৪ .কমের সম্পাদক ও প্রকাশক বিএম বাবলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ম-দপ্তর সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, তালা প্রেসক্লাবের সদস্য ও বিবিআর নিউজ ২৪.কমের সহ-সম্পাদক কাজী জীবন বারী, বার্তা সম্পাদক লিটন হুসাইন, তালা প্রসক্লাবের সদস্য শেখ ফয়সাল হোসেন, পার্থ প্রতিম মন্ডল, সহযোগী সদস্য মো. সাগর মোড়ল, জিএম শফিউর রহমান ডানলাপ, ছাত্রনেতা আমিনুর রহমান, সজিব খান প্রমুখ। আলোচনা সভা শেষে বিবিআর নিউজ ২৪ .কমের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কর্তন করা হয়। সভায় অতিথিরা বিবিআর নিউজ ২৪ .কমের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।