নিজস্ব প্রতিবেদক, তালা:
সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে নাবালিকা এক কিশোরীর বিয়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।একই সাথে নিষেধাজ্ঞা আমান্য করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশ সুত্রে জানা গেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ দেন করেন।
নাজমুন নাহার সাংবাদিকদের জানান, কিছুদিন আগে তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের তরুন রায়ের ছেলে উজ্জল রায়ের সাথে যশোর জেলার মনিরামপুর উপজেলার চাকলা গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ে হয়। পরে ঘটনাটি স্থানীয়রা তাকে জানালে ওই ছেলে মেয়ে সহ অভিভাবকদের হাজির করা হয় ।
প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পেয়ে ওইদিনই বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে নাবালিকা ওই কিশোরীকে তার বাবা-মায়ের কাছে পাঠিয়ে দেয়া হয়। এছাড়া এই আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্তা নেওয়া হবে বলে সর্তক করে দেওয়া হয় জানান ওই কর্মকর্তা।