নব কুমার দে, তালা: সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিল্পকলা একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় ডেঙ্গু মশার আক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। অনুষ্ঠানে তালা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার প্রভাষ কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী। এ সময় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শুধু ডেঙ্গু প্রতিরোধ নয়। বাল্য বিবাহ, মোবাইল গেম,ইভটিজিং সহ সকল বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। এর পরপরই জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ মহিলা কলেজ, শ্রেষ্ঠ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ অধ্যক্ষ, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
তালায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভা
পূর্ববর্তী পোস্ট