
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ সাতক্ষীরার তালা উপজেলার বারাত গ্রামে পরকীয়ার সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত যুবক মো. মিরাজ গাজী (২০) একই গ্রামের বাসিন্দা ও গৃহবধূর প্রতিবেশী।পরে শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী গৃহবধূর স্বামী চাকরির সুবাদে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে প্রতিবেশী মিরাজ গাজীর সঙ্গে তার টিকটকের মাধ্যমে পরিচয় ও যোগাযোগ গড়ে ওঠে। ধীরে ধীরে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং তা পরকীয়ার সম্পর্কে রূপ নেয়।
ঘটনার রাতে গৃহবধূ নিজেই ঘরের দরজা খুলে প্রেমিক মিরাজকে ঘরে প্রবেশ করতে দেন। ঠিক সেই সময় গৃহবধূর শাশুড়ি ও সন্তান জেগে ওঠেন এবং ঘটনাটি টের পান। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা মিরাজ গাজীকে হাতে-নাতে আটক করে পুলিশে খবর দেন। ঘটনার পর সামাজিক ও পারিবারিক চাপে পড়ে গৃহবধূ নিজের মানসম্মান রক্ষার তাগিদে পরদিন (২৪ অক্টোবর) তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা নং-১০, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,“ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
এলাকাবাসীর অনেকেই দাবি করেছেন, এটি ছিল পারস্পরিক প্রেমের সম্পর্ক, যা সামাজিকভাবে গোপন থাকলেও ওই রাতে ধরা পড়ে যায়। তাদের মতে, সামাজিক লজ্জা ও পারিবারিক চাপের মুখে পড়ে গৃহবধূ বাঁচার তাগিদে ধর্ষণচেষ্টা মামলার আশ্রয় নিয়েছেন, যাতে সমাজে নিজের অবস্থান রক্ষা করতে পারেন।

