নজরুল ইসলাম, তালা: আগামী জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালার মাগুরা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ জুলাই) মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে মাগুরা বাজার চত্বরে পথ সভা পথ সভায় মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শেখ আব্দুল কাদের এর সভাপতিতে¦ পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও এম,পি প্রার্থী সৈয়দ দিদার বখত্। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মো. দুররুল হুদা লালু, তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাংবাদিক এস,এম জাহাঙ্গীর হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, কাজী আরিফুল হক ভুলু, জাতীয় যুব সংহতি তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান, জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা ও সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু। বক্তব্য রাখেন, খলিশখালী ইউনিয়ন জাপার সাংগঠনিক সম্পাদক মো. আরশাফুল ইসলাম মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. আব্দুল মজিদ গোলদার, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা গাজী, যুব সংহতি নেতা মো. ইসলাম বিশ্বাস, ওয়ার্ড সভাপতি মো. আকরাম হোসেন, যুবসংহতির জালালপুর ইউনিয়ন সভাপতি মো. আব্দুল আলিম সরদার, ওয়ার্ড সভাপতি মো. এনামুল ইসলাম শেখ। পথ সভায় প্রধান অতিথি সৈয়দ দিদার বখত্ বলেন, একমাত্র জাতীয় পার্টি, ই পারে সুশাসন, উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সাতক্ষীরা-১ আসনে ও তালা উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীতি প্রার্থীকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি সাংবাদিক এসএম নজরুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্য তালা উপজেলা জাতীয় পার্টির ১২ ইউনিয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এরপরে ১২ টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড কমিটিকে শক্তিশালী করা হবে।
তালায় জাতীয় পার্টি পথসভা
পূর্ববর্তী পোস্ট