
তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালার পল্লীতে একইদিনে দুজন ব্যক্তি পৃথক স্থানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) ঘটনাগুলো ঘটে উপজেলার সুজনশাহ ও কলাগাছি গ্রামে।
জানাগেছে, তালার সুজনশাহ গ্রামের মৃত আব্দুল মালেক শেখ ছেলে আব্দুল মান্নান শেখ (৬০) যিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সে । পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকায়, তার ছেলে দুপুর ১:৩০ মিনিটে বাড়ি ফিরে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
অপরদিকে, উপজেলার খেশরা কলাগাছি গ্রামের সুধান্ন মন্ডলের ছেলে তারক মন্ডল (৫৫) দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে তিনি বাড়ির বারান্দায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। তার পরিবারও দীর্ঘদিন ধরে তার চিকিৎসার বিষয়ে চাপে ছিল।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইটি আত্মহত্যার পেছনে পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণ রয়েছে।
তালায় লটারি মাধ্যমে ওএমএস (চাল) ডিলার নির্বাচন: তালা উপজেলায় ওএমএস (চাল) ডিলার নির্বাচন লটারি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকারের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।
গতকাল তালা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকাশ্যে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনউদ্দীন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।
লটারির মাধ্যমে তালা বাজারের জন্য আনোয়ারুল ইসলাম, পাটকেলঘাটা বাজারের জন্য শেখ নুরুল আমিন এবং আল আমিন শেখ নির্বাচিত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। যাতে কোনো পক্ষ আপত্তি জানানোর সুযোগ না থাকে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা হবে।
তালার তেঁতুলিয়ায় ১৬০ জন চাষীদের মাঝে ধানের বীজ বিতরণ: তালার ৫ নং তেতুলিয়া ইউনিয়নের উপকারভোগী আমন চাষীদের মাঝে উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বীজ বিতরণ কালে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার জনাব মোহাম্মদ শাহিনুর ইসলাম ও সুমন মন্ডল। এসময় ৫ কেজি আমন ধানের বীজসহ ১০ কেজি ড্যাপ এবং ১০ কেজি পটাশ সার এর নেতৃত্বে ১৬০ জন উপকারভোগী চাষীদের মাঝে শান্তিপূর্ণভাবে বিতরণ করা হয়।
উপকারভোগী চাষীদের সাথে সরাসরি সাক্ষাৎকারে জানা যায়, বর্তমান আমন মৌসুমে সকল প্রতিকূলতার মধ্য দিয়েও উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় চাষিরা সন্তোষ প্রকাশ করেছে। তারা জানান, ইতিপূর্বে অত্র ইউনিয়নে সার ও বীজ প্রদানে অনেক অনিয়ম ও সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
উপজেলা সহকারী কৃষি অফিসার বলেন, বর্তমানে আমরা নিজেদের মত করে কারো কোন হস্তক্ষেপ ছাড়াই যাচাই বাছাই অন্তে প্রকৃত চাষীদের মাঝে সরকার কর্তৃক প্রদেয় প্রাপ্য কৃষকদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামীতেও সকলের সার্বিক সহযোগিতা চাই।