
বিশেষ প্রতিবেদক, তালা: তালায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে “উপজেলা দিবস” যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবার) বিকাল ৩ টায় তালা সদর ডাকবাংলো চত্বরে তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি,উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জাপার সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এম আমিরুল ইসলাম আলম, সাংগঠনিক সম্পাদক বিএম বাবলুর রহমান, জাপা নেতা সাংবাদিক আব্দুস সালাম, বাবু রনজিৎ চৌধুরী, মো: মিজানুর রহমান মোড়ল রহমত আলী গোলদার, নুর আলী সানা প্রমুখ।