নজরুল ইসলাম, তালা: জাতীয় পার্টি তালা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, টানা ৩৬ বছরের খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম আব্দুল আলী সাহেবের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) সন্ধ্যায় তালা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পাল মার্কেটস্থ জাতীয় পার্টির কার্যালয়ে স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সি.যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল। বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, বি.এম বাবলুর রহমান, জাপা নেতা, মো: আব্দুর রহমান শেখ, মো: রহমত আলী গোলদার, মো: আলাউদ্দীন মোড়ল, মো: রমজান আলী, জাতীয় যুব সংহতির নেতা মো: বাহারুল মোড়ল, জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, জাতীয় শ্রমিক পাটির তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: আশিকুর রহমান মিলন, শ্রমিক পার্টির নেতা মো: আশরাফ আলী খাঁ, শামীম খান, তালা সরকারী কলেজ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: ফয়সাল হোসেন শেখ প্রমুখ। স্মরণ সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান পরিচালনা করে বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম ও তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব আলহাজ¦ হযরত মাওলানা তাওহীদুর রহমান। স্মরণ সভায় বক্তরা বলেন, তালা উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি জি এম আব্দুল আলী সাহেব বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তিনি একাধারে ৩৬ বছরের ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। মানুষ তাকে এত ভালবাসতেন সম্মান করতেন। তিনি ছিলেন জননন্দিত দুর্নীতিমুক্ত সাদা মনের মানুষ।তার সিদ্ধান্তেরর প্রতি সকলে সম্মান প্রদর্শন করতেন।
তালায় উপজেলা জাপার প্রতিষ্ঠাতা সভাপতি জিএম আব্দুল আলীর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত
পূর্ববর্তী পোস্ট