নজরুল ইসলাম, তালা: জাতীয় পার্টি তালা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, টানা ৩৬ বছরের খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম আব্দুল আলী সাহেবের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) সন্ধ্যায় তালা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পাল মার্কেটস্থ জাতীয় পার্টির কার্যালয়ে স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সি.যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল। বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, বি.এম বাবলুর রহমান, জাপা নেতা, মো: আব্দুর রহমান শেখ, মো: রহমত আলী গোলদার, মো: আলাউদ্দীন মোড়ল, মো: রমজান আলী, জাতীয় যুব সংহতির নেতা মো: বাহারুল মোড়ল, জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, জাতীয় শ্রমিক পাটির তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: আশিকুর রহমান মিলন, শ্রমিক পার্টির নেতা মো: আশরাফ আলী খাঁ, শামীম খান, তালা সরকারী কলেজ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: ফয়সাল হোসেন শেখ প্রমুখ। স্মরণ সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান পরিচালনা করে বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম ও তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব আলহাজ¦ হযরত মাওলানা তাওহীদুর রহমান। স্মরণ সভায় বক্তরা বলেন, তালা উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি জি এম আব্দুল আলী সাহেব বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তিনি একাধারে ৩৬ বছরের ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। মানুষ তাকে এত ভালবাসতেন সম্মান করতেন। তিনি ছিলেন জননন্দিত দুর্নীতিমুক্ত সাদা মনের মানুষ।তার সিদ্ধান্তেরর প্রতি সকলে সম্মান প্রদর্শন করতেন।