
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ
তালা উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম আব্দুল আলী সাহেবের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা, মিলাদ মাহফিল, দোয়ানুষ্ঠান পালিত হয়েছে।
বুধবার(৩০ শে জুলাই) মাগরিব বাদ তালা প্রেসক্লাবের কার্যালয়ে মরহুম জি.এম আব্দুল আলী সাহেবের ৫ম মৃত্যু বার্ষিকী পাল উপলক্ষ্যে স্মরণ সভা,মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস. এম নজরুল ইসলাম।
উক্ত স্মরন সভা মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করেন বাংলাদেশের শ্রেষ্ট ঈমাম ও তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব আলহাজ¦ হযরত মাও: মুহা. তাওহীদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব, জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় নেতা ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বিএম বাবলুর রহমান,তালা উপজেলা জাতীয় সৈনিক পার্টির সভাপতি ও সাবেক সেনা সদস্য মো: রফিকুল ইসলাম খাঁ, শিক্ষক শেখ আব্দুস সাত্তার,দপ্তর সম্পাদক মোঃ আব্দুল লতিফ শেখ,জাপা নেতা শেখ আব্দুর রহমান, মো.রহমত আলী গোলদার,হায়দার আলী সরদার,যুদিষ্ঠির চক্রবর্ত্তী, তালা সদর ইউনিয়ন যুব সংহতির সভাপতি লিটন হুসাইন, সাংগঠনিক সম্পাদক শেখ লুৎফর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি কাজী আসাদ, যুব সংহতি নেতা বাহারুল ইসলাম, মতিয়ার রহমান সরদার,জেলা ছাত্র সমাজের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু,ছাত্র সমাজ নেতা ফয়সাল হোসেন,রাকিবুল ইসলাম গাজী,জাতীয় তরুন পার্টি তালা সদর ইউনিয়ন সভাপতি রুবেল মোল্লা প্রমুখ,তালা সদর ইউনিয়ন জাতীয় শ্রমিক পার্টির সভাপতি সাহাবুদ্দিন সরদার বক্তব্য রাখেন।
উল্লেখ্য,তিনি তালা উপজেলার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি,খলিলনগর ইউনিয়ন পরিষদের টানা ৩৬ বছর ইউপি চেয়ারম্যান, পল্লীবন্ধুর আস্থাভাজন তালা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান,খলিলনগর হাইস্কুলসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। মরহুম জি.এম আব্দুল আলী সাহেব ২০২০ সালের ৩০ জুলাই ৯২ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। তিনি ছিলেন সর্বস্তরের মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব। জাতীয় পার্টি আজীবন তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। অনুরুপ ভাবে মরহুমের রুহের মাগফিরাত কামনায় তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে মাগরিব নামাজ বাদ বিশেষ মোনাজাত ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।