সংবাদ দাতা: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় খাদ্যগুদামে ২০২২-২০২৩ অর্থবছরে আমন সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুর্শিদা পারভীন পাপড়ি, তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, সাতক্ষীরা জেলা ওয়ার্কাস পাটির সাধারন সম্পাদক মহিবুল্লাহ মোড়ল, মিল মালিক সমিতির সভাপতি ইবাদুল ইসলাম, সাধারন সম্পাদক প্রণয় কুমার পাল, মোয়াজেম হোসেন রঞ্জু প্রমূথ। উদ্ভোধীন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পাটকেলঘাটা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান বলেন, আমন মৌসুমে মিলারদের নিকট থেকে ৪২ টাকা কেজি দরে ২৪২৯ মেট্রিকটন চাল ও কৃষকদের নিকট থেকে ২৮ টাকা কেজি দরে ৫৩১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কোন কৃষক যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মিলার ও কৃষকদের নিকট থেকে মানসস্মত চাল ও ধান সংগ্রহ করতে হবে।