
জেলা সরকারি গণগ্রন্থাগার, সাতক্ষীরা কার্যালয়ের সহকারী লাইব্রেরিয়ান, জনাব মোঃ জিয়ারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি জনাব মোঃ জাহারুল ইসলাম-জেলা তথ্য অফিসার, জেলা তথ্য অফিস ও বিশেষ অতিথি জনাব মোঃ মমতাজ হোসেন-সিনিয়র শিক্ষক, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সম্মানিত অতিথি মহোদয়ের উপস্থিতিতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কমনা পূর্বক জুলাই স্মৃতিচারণ করেন । সেই সাথে সত্য, ন্যায় ও নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই আন্দোলনকে হৃদয়ে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন ।
এছাড়া সভাপতি মহোদয় জুলাই আন্দোলনে সার্বিক বিষয় আলোচনা পূর্বক সকলকে গ্রন্থাগারে আসার আহবান জানান । উল্লেখ্য তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে আবৃত্তি ০৩ টি গ্রুপে ১২ জন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ০৩ টি গ্রুপে ১১ জন সহ মোট ২৩ জন প্রতিযোগিকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয় ।