জাতীয় ডেস্ক:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৪১৮ জন। এ সময় ১৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত এটি একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২০১ জনের।
এর আগে, গত ১৯ জুলাই একদিনে ১৯ মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। তবে সেদিন অন্যান্য দিনের প্রাপ্ত মৃত্যুর তথ্য যুক্ত করা হয়েছিল।
মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এক হাজার ১৬২ জন ঢাকার। অন্যান্য বিভাগের এক হাজার ২৫৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে সাত হাজার ৯২৭ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই চার হাজার ৬৪৬ জন। বাকি তিন হাজার ২৮১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৬৮৮ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২৯ হাজার ৫৬০ জন।