ডুমুরিয়া প্রতিবেদক: ব্র্যাকের আয়োজনে রাইট হিয়ার রাইট নাউ-২ অধিকার এখানে এখনই প্রকল্পের ইযুথ গ্রুপের সার্বিক সহযোগিতায় তরুনদের জ্ঞান মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকালে সাহস নোয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যকের জেলা সমন্বয়কারী শিপ্রা রানী বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি আশিষ মোমতাজ, যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুজ্জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ধননজয় মন্ডল, ব্র্যাক অধিকার এখানে এখনই প্রকল্পের এরিয়া কো-অডিনেটর মো. জিল্লুর রহমান, প্রাধান শিক্ষক পরিতোষ মন্ডল, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোল্ল্যা মোহাববত হোসেন, অধিকার এখানে এখনই প্রকল্পের ডিওএম শিখা রানী, ইযুথ গ্রুপের মো. ফয়সাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, সহকারী শিক্ষক আব্দুল মান্নান, বিপুল জোর্দ্দার, পবিত্র কুমার বাছাড়, ইযুথ গ্রুপের রাব্বি, বিপুল, সোনিয়া, ইমরান, দিপ্তী রানী প্রমুখ। আলোচনা শেষে কুইজ, বির্তক ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
ডুমুরিয়ায় স্কুল শিক্ষার্থীদের তরুণ্যের জ্ঞান মেলা
পূর্ববর্তী পোস্ট