ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা:
খুলনার ডুমুরিয়ায় পুকুরের পানিতে ডুবে মোঃ রাইছুল ইসলাম গাজী নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। সে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের মোঃ রুবেল গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে ছেড়ে দিয়ে পরিবারের সবাই কাজে ব্যস্ত ছিলো। এ সময় সবার অগোচরে শিশুটি হাঁটতে হাঁটতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির একপর্যায়ে মৃত অবস্থায় তাকে পুকুরের পানির উপর ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।