নিজস্ব প্রতিনিধি: আত্মমানবতার সেবায় ও মানুষের কল্যাণে ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল কর্তৃপক্ষ ও খুলনার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে ও স্বল্প মূল্যে চোখে ছানিপড়া রোগীদের জন্য অপারেশন ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকালে সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পৌর বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ।