
ব্রহ্মরাজপুর প্রতিবেদক:
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি বি ইউনাইটেড হাইস্কুলে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে বিদ্যালয় হতে ব্যালী বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয়ে এসে শেষ হয় অতঃপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান সহ অন্যান্য শিক্ষক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও কর্মচারীরা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।পরিশেষে ভাষা দিবসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করে।