
এস,এম, মুকুল, ব্রহ্মরাজপুর (সাতক্ষীরা সদর) প্রতিনিধি : সদর উপজেলার ডি,বি, ইউনাইটেড হাইস্কুলে জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম শিশু মেলা ” ১৬ই ফেব্রুয়ারি (রবিবার) সকালে ৯নং ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সকালে
শেষে বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করে ৭ম শ্রেণীর ছাত্র মোঃ সোহাগ বাবু ও গীতা থেকে পাঠ করে ১০ম শ্রেণীর ছাত্রী রিংকি চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ মাজহারুল ইসলাম । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোহিনুর ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান সদর উপজেলা, মাসুম বিল্লাহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,এস,আই,হাসান সদর উপজেলা, মমিনুর রহমান প্রধান শিক্ষক ডি,বি,ইউনাইটেড হাইস্কুল, নিলিপ কুমার মল্লিক প্রধান শিক্ষক পল্লি উন্নয়ন উচ্চ বিদ্যালয়, মনিরুল ইসলাম প্রধান শিক্ষক ব্রহ্মরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আঃ আহাদ,ওজিয়ার রহমান,আবুল কালাম, তনুপ সাহা,কানাইলাল সাহা প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সুস্থ ও সুন্দরভাবে বাঁচাতে হলে যে কোন ধরনের মাদকদ্রব্য ব্যবহার হতে সকলকে দূরে থাকার আহ্বান জানান।আলোচনা শেষে গান,কবিতা ,হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মনিরুজ্জামান ঘোষক জেলা তথ্য অফিস।