নিজস্ব প্রতিবেদক: পাটকেলঘাটায় মাকে চিকিৎসার জন্য ডাক্তার আনতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের সাধারন সম্পাদক রাইহান হুসাইন ইকরামুল। বর্তমানে তিনি সাতক্ষীরার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার মাথায় হাতে ও পায়ে ধারালো অস্ত্র ও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার রাত ৮ টার দিকে পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া গ্রামের সখিনা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
রাইহান হুসাইন ইকরামুল তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার অবস্থা আশংকা জনক। এ ঘটনার একদিন পর তার বৃহস্পতিবার সকালে তার চাচাত ভাই কামরুলকেও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ওই সন্ত্রাসীরা। আহত কামরুলের দুই পায়ে ৮টি সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছে স্বজনরা। তার অবস্থাও আশংকা জনক। সে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
পুলিশ ও আহত ছাত্রলীগ নেতার ভাই পলাশ সানা জানান, তার মা হঠাৎ সন্ধা সাড়ে ৭ টার দিকে যুগীপুকুরিয়া গ্রামের নিজ বাড়ীতে স্টোক করে। খবর পেয়ে ডাক্তার আনতে পাশ্ববর্তী ছকিনা মোড়ে ডাঃ আবুল কালামের চেম্বারে ছুটে যান ভাই ছাত্রলীগ নেতা ইকরামুল। এ সময় তার উপর অতর্কিত হামলা চালায় ওই এলাকার কালু সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার, বিএনপি নেতা আমান, ওলিয়ার সরদার ও ছাত্তার সরদারের ছেলে আলিম সরদার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাত্রলীগ নেতা ইকরামুলের চাচাত ভাই ইউপি সদস্য নাজিম উদ্দিনের সাথে অপর প্রার্থী আব্দুল্লাহ সরদার পরাজিত হলে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এলাকাবাসী জানায় তার জের ধরে পরাজিত প্রার্থী আব্দুলাহ সরদার তার লোকজন নিয়ে সশস্ত্র এ হামলা চালিয়েছে। এ ঘটনার এক দিন পর ইউপি সদস্য নাজিম উদ্দিনের ছোট ভাই কামরুল বৃহস্পতিবার পাটকেলঘাটা বাজার থেকে সিমেন্ট মাটি নিয়ে বাড়ী ফিরছিল। যুগিপুকুরিয়া গ্রামে তাদের বাড়ীতে রাস্তায় ঢুকলে পথিমধ্যে তার উপরেও হামলা চালায় সন্ত্রাসী আব্দুল্লাহ সরদার। এ ঘটনায় পাটকেরগাটা থানায় মামলার প্রস্তুতি চলছে।
ডাক্তার ডাকতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার ছাত্রলীগ নেতা
পূর্ববর্তী পোস্ট