নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শ্রমিক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-খুলনা ৭৬৪) সাতক্ষীরার কাটিয়া নারকেলতলা মোড় হতে সংগঠনের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক’র নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-খুলনা ৭৬৪) এর সহ-সভাপতি মো. আব্দুর রকিব, সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো. আব্দুল কাদের (কাদু), সহ-সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম, সড়ক সম্পাদক মো. কবিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আশরাফুজ্জামান ময়না, অফিস সম্পাদক মো. সেলিম আহমেদ, কার্যনির্বাহী সদস্য মো. আবু সিদ্দীক, মো. আব্দুর রাজ্জাক, মো. আব্দুল কাদের, মো. আক্তার হোসেন বাবলু, মো. শরিফুল বিশ^াস, শেখ শামীম রেজা, মো. সমাইফুল ইসলাম, মো. মামুন কবির ও পাটকেলঘাটা থানা শ্রমিক লীগের সভাপতি শহিদুল বিশ^াস প্রমুখ। আলোচনা সভা শেষে সংগঠনের সকলে মধ্যাহ্ন ভোজে মিলিত হয়।
ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য শ্রমিক র্যালী ও আলোচনা সভা
পূর্ববর্তী পোস্ট