নিজস্ব প্রতিবেদক: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঞ্চনপুর নামক স্থানে সোমবার সকাল ১০ টার দিকে মটর ভ্যানের চাকার এক্সেল ভেঙ্গে রাস্তায় পড়ে চালক, তাৎক্ষনিক সাতক্ষীরাগামী একটি ট্রাকের নিচে মাথা পড়ে ভ্যান চালক বিধান চন্দ্র দাশ (৩০) এর মাথা পিশে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। জানাগেছে তালা হাতবাস গ্রামের ফটিক দাশের পুত্র। স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে শুভাষিনী থেকে যাত্রী নিয়ে ১৮ মাইলের উদ্দেশ্যে রওনা হন। কাঞ্চনপুর মসজিদের সামনে পৌঁছালে বিধানের ভ্যানের ডান পাশের এক্সেল ভেঙ্গে তিনি রাস্তার উপর পড়ে যান। হঠাৎ দ্রুতগতির একটি মালবাহী ট্রাক বিধানের মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভ্যানে থাকা দুই যাত্রী সামান্ন আঘাতপ্রাপ্ত হন। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।