
ন্যাশনাল ডেস্ক: ইতিমধ্যে ১ ম্যাচ টেস্ট খেলে ফেলেছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে টাইগাররা কবে নাগাদ মাঠে ফিরবে তা এখনো রয়েছে ধোঁয়াশায়। তবে জানা গেছে, আগস্টের মাঝামাঝি ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও তা শর্তসাপেক্ষে, সরকার অনুমোদন দিলে তবেই। সোমবার (১৩ জুলাই) এমন তথ্য জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি জানান যে, অনুশীলন ফেরাতে নির্বাচকমন্ডলীর সদস্যরা কন্ডিশনিং ক্যাম্পের জন্য ৩৪ সদস্যের ক্রিকেটারদের একটি তালিকা প্রস্তুত করেছেন। আর হাইপারফরম্যান্স দল থেকে নির্বাচন করেছেন ২৬ ক্রিকেটার। এদের নিয়ে মধ্য আগস্টে অনুষ্ঠিত হতে পারে অনুশীলন ক্যাম্প। এখন অপেক্ষা কেবল সরকারী আদেশের।
নান্নু বলেন, ‘আগস্টের দ্বিতীয় সপ্তাহের আগে অনুশীলন শুরু হবে না। তবে এক্ষেত্রে কথা আছে সরকারি আদেশ লাগবে। সরকার আদেশ না দিলে কি করে হবে? এমনিতে আমাদের প্রস্তুতি আছে। জাতীয় দলের ৩৪ জন ও হাই পারফরম্যান্স দলের ২৬ জনকে নিয়ে আমরা অনুশীলনের কথা ভাবছি। তিন ফরম্যাটের প্লেয়াররাই এখানে থাকবে।’