
অনলাইন ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিয়ে যত না কথা, তার চেয়ে বেশি কথা মাশরাফির ক্যারিয়ার নিয়ে। এটাই মাশরাফির শেষ কি-না সেটা নিয়েই জল্পনা-কল্পনা। অধিনায়ক হিসেবে শেষের সিরিজের শুরুর ম্যাচে টস জিতেছেন মাশরাফি। নিয়েছেন ব্যাটিং।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববারের ম্যাচে টেস্ট ও টি-২০’র পরে নাজমুল হোসাইন শান্ত ওয়ানডে দলে ফিরে একাদশেও জায়গা পেয়েছেন। এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন সাইফউদ্দিন। অধিনায়ক মাশরাফি মর্তুজা তো ফিরেছেনই তার সঙ্গে দলে আছেন টেস্ট-টি-২০ একাদশের বাইরে থাকা স্পিনার মেহেদি মিরাজ। বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নেমেছে।
দীর্ঘ সাত মাস পর ওয়ানডে খেলছে বাংলাদেশ। দলেও এসেছে বেশ কিছু পরিবর্তন। তবে মাশরাফি এর আগে জানিয়েছেন, এই বিরতি দলের পারফরম্যান্সে বিশেষ প্রভাব ফেলবে না।
তাছাড়া উইকেটও ব্যাটিং সহায়ক। শুরুতে রান তোলা কঠিন হতে পারে। ব্যাটিংয়ে থিতু হতে পারলে ভালো রান হবে সিলেটে। তবে পরে বল করায় শিশিরের প্রভাবে বাংলাদেশের স্পিনারদের ভুগতে হতে পারে। সিলেটে এর আগে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জয় মাত্র েএকটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, নাজমুল হোসাইন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে দল: চামু চিবাবা (অধিনায়ক), থিনাসি কামুনহুকামি, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেভিগ চাকাভা, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মুতুমবজি, ডোনাল্ড ট্রিপানো, ওয়েলস মেদহেভেরা, ক্রিস এমপফু, চার্ল মুম্বা।
সূত্র-সমকাল