নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের ভূমি অফিসের নাকের ডোগায় সরকারি জায়গায় দোকান নির্মান অভিযোগ উঠেছে। ঝাউডাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সাধারন সম্পাদক দেলোয়ার হোসেনসহ একধিক ব্যবসায়ী জানান, প্রকাশে দিবালকে ভূমি অফিসের নাকের ডোগায় পাথরঘাটা গ্রামের জিল্লুর রহমান ভূমি অফিসের অবসর প্রাপ্ত পিয়ন শওকাত হোসেন এর সহযোগীতায় সরকারি জায়গায় দোকান ঘর নির্মান করছে। এ বিষয়ে অভিযুক্ত জিল্লুর রহমান বলেন, ভূমি অফিসের অবসর প্রাপ্ত পিয়ন শওকাত হোসেনের অনুমতি নিয়ে কাজ করছি। তিনি আরো বলেন এ বিষয়ে নায়েব আব্দুল বারী কিছুই জানেন না। এ বিষয়ে ঝাউডাঙ্গার নায়েব আব্দুল বারী বলেন, আমি ট্রেনিংয়ে আছি। শওকত হোসেনকে বলেছি ঘটনা স্থলে গিয়ে কাজ বন্ধ করে দিতে বলেছি। সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি সুমনা আইরিনের কাছে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা কাছে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি। ঝাউডাঙ্গা বাজারের একধিক ব্যবসায়ী বলেন, নায়েবের সাথে যোগাযোগ করলে তিনি শওকত হোসেনকে পাঠানোর কথা বলেন। কিন্তুু শওকত হোসেন এসংবাদ লেখা পর্যন্ত ঘটনা স্থলে যায়নি। অতিসত্বর এই দোকার ভেঙ্গে ফেলা সহ অবসর প্রাপ্ত পিয়ন শওকাতসহ জিল্লুরহমানের শান্তি দাবি করেছন।