নিজস্ব প্রতিবেদক:
হাতে ফুলের তোড়া। কখনোবা কানে। একটি মটরসাইকেল নিয়ে স্কুল কলেজের ভীড়ের মধ্যে দিয়ে ভোঁ করে আতঙ্ক সৃষ্টি করে চলাই তাদের কাজ। ঝাউডাঙ্গার বিভিন্ন স্কুল কলেজের সামনে দিয়ে রোমিওদের এভাবে চলা নিত্য দিনের রুটিন হয়ে দাড়িয়েছে।
ঝাউডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন কলেজ মোড় স্কুল রোড সহ বিভিন্ন প্রাইভেট টিচারের বাসার সামনে অল্পবয়সী বখাটে ছেলেদের ও রোমিওদের উৎপাত, সিনিয়রদের দেখে ব্যাঙ্গাত্মক ভঙ্গিমা করা, কলেজের সামনে বসে দীর্ঘসময় বসে কলেজগামী মেয়েদের ডিস্টার্ব করা মানসিক ভাবে অপমান অপদস্হ করার মত ঘটনা ঘটছে। প্রতিদিন স্কুল বা কলেজ শুরু হওয়ার সময় শুরু হয় উৎপাত। যা চলতে থাকে স্কুল বা কলেজ শেষ হওয়া পর্যন্ত। নিত্য নৈমেত্তিক এ ঘটনায় অতিষ্ঠ সাধারণ মানুষ। আতংকে থাকেন স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের অভিভাকরা।
এ নিয়ে স্কুল এবং কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন কেউ অভিযোগ করেনা। অভিযোগ করলে বা জানালে আমারা তাৎক্ষনিক ব্যবস্থা করবো। যদি অপরাধ গুরতর হয় তাহলে টিসি দিতেই দ্বিধাবোধ করিনা, বিষয়টা আমলে নিয়ে এসব বখাটেদের বিরুদ্ধে যথাযথ পদেক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছে সচেতন এলাকাবাসী। অন্যদিকে বখাটেপনা বন্ধে ভ্রামমান আদালতের অভিযান পরিচালনা করার জন্য আহবান করেছে শিক্ষার্থীদের সচেতন অভিভাবকবৃন্দ।